চ্যাটজিপিটি কি? কিভাবে ব্যবহার করবেন ও চ্যাটজিপিটির সুবিধা, অসুবিধা
Table of Contents
Toggleচ্যাটজিপিটি কি ও এর ইতিহাস
চ্যাটজিপিটি কি – চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফর্মার সংক্ষেপে চ্যাটজিপিটি। এটি একটি চ্যাটবট যা ২০২২ সালে ৩০শে নভেম্বর ওপেন এআই কর্তৃক এর যাত্রা শুরু হয়। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট সিস্টেম। চ্যাটবট অর্থাৎ যেখানে আপনি হুবহু মানুষের মতো এআই এর সাথে কথা বলতে পারবেন। অর্থাৎ ইহাকে আপনি কোন প্রশ্ন জিজ্ঞেস করলে তার থেকে উত্তর পাবেন। চ্যাটজিপিটি একটি স্মার্ট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিন। এটি সম্পূর্ণ প্রাসঙ্গিক এবং নির্ভুল উত্তর দিতে না পারলেও এর তথ্যভাণ্ডার থেকে তথ্য নিয়ে লিখিত সকল প্রশ্নের উত্তর দিতে পারে। সব থেকে অবাক করা বিষয় হলো এটি যখন উত্তর বা ফলাফল দেয় তখন প্রচলিত কম্পিউটার সফটওয়্যারয়ের বাহিরে গিয়ে নিজের মতো বুদ্ধিমত্তার প্রয়োগ বা মানবিকতার ছোঁয়াও দিতে পারে। তাই এটিকে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’ বলা হয়।
বলে রাখা ভালো, ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে যেসব তথ্য রয়েছে শুধুমাত্র সেগুলোই এটির তথ্যভাণ্ডারে রয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ইহা একটি বিপ্লব তৈরি করেছে। মানুষ যেই নির্দিষ্ট জিনিস জানতে চায় ইহা তা সুন্দর ও সুনির্দিষ্ট ভাবে উপস্থাপন করে যেমন চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, গান, কবিতা, চুক্তিপত্র, কম্পিউটার প্রোগ্রাম, প্রতিবেদনও লিখতে পারে। আপনার যদি কম্পিউটারে প্রোগ্রাম লিখতে কষ্ট হয় তাহলে আপনি শুধু কমান্ড দিবেন, সে আপনাকে প্রোগ্রাম লিখে দেবে এমনকি কোন বিষয়ের উপর ডকুমেন্ট লেখার প্রয়োজন হলে তাও লিখে দিবে। যার কারণে তার জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে চ্যাটজিপিটি নিজে কোনো কিছু জানে না, তাকে সব বিষয়ে ট্রেনিং বা প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর সে তার স্টোরেজে থাকা ডাটা থেকে খুঁজে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর হাজির করে।
চ্যাটজিপিটি কি
চ্যাটজিপিটি প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান ও দেশ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ‘ওপেন এআই’ চ্যাটজিপিটি আবিষ্কার করেন যা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত। স্যাম অল্টম্যান, রিড হপম্যান, জেসিকা, লিভিংস্টন, পিটার, ইলন মাস্ক, ইলিয়াসহ আরো কয়েকজন সদস্য দ্বারা এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের সবাই মিলে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেন কিন্তু ২০১৮ সালে এই সদস্য বোর্ড থেকে পদত্যাগ করেন ইলন মাস্ক। এর আগে জিপিটি 3 নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিল এই প্রতিষ্ঠানটি। আগে জিপিটি 3 এবং পরে জিপিটি 3.5 একত্রে বর্তমানে চ্যাটজিপিটি হয়েছে। মাইক্রোসফট ‘ওপেন এআই’ এই প্রতিষ্ঠানকে ২০১৯ সালে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হিসেবে দেয় এবং আগামী কয়েক বছরে আরো বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করেন যা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।
চ্যাটজিপিটি ব্যবহার করতে টাকার প্রয়োজন হয় কি
চ্যাটজিপিটি ব্যবহার করতে এখনোও কোন টাকা লাগে না। তবে এটির পেইড ভার্সন আছে, যা বর্তমানে শুধুমাত্র আমেরিকাতে ২০ ডলার মাসিক চার্জ দিয়ে পাওয়া যাচ্ছে। তবে ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সনে বেশি সুবিধা পাওয়া যায়, যেমন পিক টাইমে ফ্রি ভার্সন ইউজ করা যখন কঠিন হয়ে পড়ে তখন পেইড ভার্সনে কোনরকম বাধা ছাড়াই চালানো যায়। তবে শীঘ্রই বিভিন্ন দেশে পেইড ভার্সন চালু হয়ে যাবে। চ্যাটজিপিটি ব্যবহারের জন্য টাকা লাগবে না, এটি মুক্তভাবে ব্যবহার করা যায়।
ওপেন আই (OpenAI) দ্বারা তৈরি এবং প্রদান করা এই সেবা মূলত মুক্ত এবং সহজে এক্সেস করা যায় ব্যবহারকারীদের দ্বারা। চ্যাটজিপিটি মডেলটি মূলত ওপেন সোর্স এবং উদাহরণ ডাটা থেকে প্রশিক্ষিত হয়েছে এবং এর উদ্দেশ্য হলো এটি প্রযুক্তিগত সমাধান সারা বিশ্বে ত্বরান্বিত করা। এর জন্য টাকা প্রয়োজন নেই এবং এটি মুক্তভাবে ব্যবহার করা যায়।
চ্যাটজিপিটি কি
চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন
চ্যাটজিপিটি ব্যবহার করা সহজ এবং অনুভূতির। নিচে কিছু পদক্ষেপ দেওয়া হলো যা আপনাকে চ্যাটজিপিটি ব্যবহার করতে সাহায্য করতে পারেঃ
১. ওপেন এআই (OpenAI) ওয়েব ইন্টারফেসঃ ওপেন এআই চ্যাটজিপিটি ওয়েব ইন্টারফেস ব্যবহার করে আপনি এই মডেলের সাথে ইন্টারেক্ট করতে পারেন আপনি এই ওয়েব ইন্টারফেসে যাওয়ার জন্য ব্রাউজারে https://beta.openai.com/ প্রবেশ করতে পারেন (তবে, এই সময়ে এটি বেটা ভার্সনের জন্য মৌলিকভাবে অনুমোদিত থাকতে হবে) এরপর একটি নতুন প্রজেক্ট তৈরি করতে পারেন এবং চ্যাটজিপিটির সাথে ইন্টারেক্ট করতে পারেন।
২. API ব্যবহারঃ ওপেন এআই চ্যাটজিপিটি API ব্যবহার করে আপনি আপনার অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা অন্য কোন সফটওয়্যারে চ্যাটজিপিটি সংযুক্ত করতে পারেন। API ব্যবহার করতে আপনাকে ওপেন এআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এ পি আই কি করতে হবে এবং এপিআই কে প্রাপ্ত করতে হবে। API ব্যবহার করতে আপনি ওপেন এআই API ডকুমেন্টেশন অনুসরণ করতে পারেন।
চ্যাটজিপিটি ব্যবহার করতে, আপনি প্রশ্ন করতে এবং মডেলটি বোঝার বা আপনার কাজে সাহায্য করার জন্য ইন্সট্রাকশন দিতে পারেন। এটি অনেকগুলো ক্ষমতা সহজে এবং অদ্ভুতভাবে বিভিন্ন ধরনের টেক্সট তৈরি করতে সক্ষম।
সতর্কতাঃ চ্যাটজিপিটি একটি ভাষা মডেল হিসেবে কাজ করতে সাহায্য করতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা জরুরী যে এটি সকল ধরনের প্রশ্নে সঠিক উত্তর দিতে পারে না এবং কিছু সময় ভুল তথ্যের উপর ভিত্তি করতে পারে।
চ্যাটজিপিটির সুবিধা ও অসুবিধা
চ্যাটজিপিটি (ChatGPT) একটি ভাষা মডেল, যা OpenAI দ্বারা তৈরি হয়েছে এবং GPT-3.5 মডেলের উপর ভিত্তি করে। এটি একটি বৃহত্তর ভাষা মডেল, যা অবশ্যই সম্পূর্ণ নির্ভরশীল নয় এবং তার ব্যবহারের সাথে কিছু সীমাবদ্ধতা আছে।
চ্যাটজিপিটির সুবিধাগুলি:
- ১. প্রস্তুতিশীলতা: চ্যাটজিপিটি ভাষা বুঝতে এবং উত্তর তৈরি করতে তার বড় ডাটাসেট ব্যবহার করে তৈরি করা হয়েছে, তাই এটি বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিষয়ে সুসংগত উত্তর দেতে পারে।
- ২. বিশেষাধীনতা: চ্যাটজিপিটি বিভিন্ন ধরনের তথ্য এবং প্রশ্নের সাথে পরিচিত হতে সক্ষম, তার জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
- ৩. বৃহত্তর ধারাবাহিকতা: চ্যাটজিপিটি একটি বৃহত্তর ধারাবাহিক মডেল, তাই এর বড় সংখ্যক প্যারামিটার আছে যা করে তার সবোর্চ্চ ধারাবাহিকতা হয়েছে।
- ৪. ভাষার সম্প্রচার: চ্যাটজিপিটি বিভিন্ন ভাষায় সুবিধা করতে সক্ষম, তাই এটি বিশ্বের বিভিন্ন ভাষায় ব্যবহৃত হতে সক্ষম।
তবে, চ্যাটজিপিটির কিছু অসুবিধা ও সীমাবদ্ধতা থাকতে পারে:
- ১. সন্দেহজনক উত্তর: চ্যাটজিপিটি কিছু সময় সান্দেহজনক বা ভুল তথ্য দিতে পারে, কারণ এটি তার জ্ঞানের সীমায় বসা থাকতে পারে।
- ২. সামান্য সম্প্রচারের অসমর্থন: চ্যাটজিপিটি বৃহত্তর ধারাবাহিক, তবে সুমিতগ্ধ এবং বিস্তৃত সম্প্রচারে সমর্থন করতে সময় প্রয়োজন। সম্প্রচারে কম জ্ঞানপ্রাপ্ত কিছু বিষয়ে এটি সামান্য সমর্থন করতে পারে।
- ৩. কন্টেক্সটের অভাব: চ্যাটজিপিটি প্রতিটি উত্তরকে একক প্রশ্নের সাথে সংযোজন করতে পারে, তাই সম্ভাবনা আছে যে কোন পূর্বের প্রস্তুতিশীলতা হারাতে পারে এবং এটি সম্পূর্ণ কনটেক্স্ট বুঝতে সক্ষম না হতে পারে।
- ৪. সাময়িক তথ্য অসুবিধা: চ্যাটজিপিটির তথ্য কাটবে ২০২২ সালে এবং এরপরে হওয়া ঘটনা এবং উদাহরণের জন্য এর জ্ঞান থাকবে না।
চ্যাটজিপিটির ব্যবহার করা হলে এই সুবিধা এবং অসুবিধাগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং এটি বিশেষভাবে কোন কাজে ব্যবহার করা সুস্বাস্থ্যকর হতে পারে।
চ্যাটজিপিটি কি
চ্যাটজিপিটি দিয়ে যেসব কাজ সহজেই করা সম্ভব
চ্যাটজিপিটি আমাদের জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে, অনেক সময় বাঁচিয়ে দিয়েছে আর আমাদেরকে করেছে গতিশীল। বর্তমানে ইন্টারনেটের বেশিরভাগ কাজ আমরা চ্যাটজিপিটি দিয়ে সমাধান বা সম্পন্ন করে ফেলতে পারি। চ্যাটজিপিটি দিয়ে আপনি যেসব কাজ খুব সহজেই করতে পারবেন তা নিচে আলোচনা করা হলোঃ
১. প্রোগ্রামিংঃ প্রোগ্রামিং এর জন্য চ্যাটজিপিটি খুবই কার্যকর আপনি যে কোন ভাষায় প্রোগ্রাম লিখতে চান এটি আপনাকে লিখে দিবে। সি, সি++, জাভ্ পাইথন, পিএইচপ্ জাভাস্ক্রিপ্ট ইত্যাদি সকল ভাষায় ইহা প্রোগ্রাম লিখতে পার,। এছাড়াও যেকোনো কোড আপনি জানতে চাইলে এটি লিখে দিতে পারে। উদাহরণস্বরূপ আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি ক্যালকুলেটর তৈরির প্রোগ্রাম জানতে চাইলে এটি কয়েক সেকেন্ডে তা লিখে দিবে। এছাড়াও জাভাস্ক্রিপ্ট এর যে কোন লজিক এক নিমিষে চ্যাটজিপিটি করে দিতে পারে।
২. একাডেমিক লেখাপড়াঃ চ্যাটজিপিটি শিক্ষক ও ছাত্রসমাজের জন্য খুবই উপকারী একটি টুলস। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের অ্যাসাইনমেন্ট, বিভিন্ন গবেষণাপত্র ও বিভিন্ন টাস্ক তৈরিতে এর জুরি মেলাভার।
৩. ব্লগিংয়ের জন্য চ্যাটজিপিটিঃ চ্যাটজিপিটির সাথে ইন্টারেক্টিভ হতে সক্ষম হতে পারে এবং নতুন ব্লগ আইডিয়া জেনারেট করতে পারে। বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করতে সক্ষম তাই আপনি নতুন বা আপনার ব্লগের জন্য তথ্য সংগ্রহ করতে পারেন।
৪. নতুন আইডিয়া তৈরিতেঃ চ্যাটজিপিটির মাধ্যমে নতুন নতুন আইডিয়া পেতে পারেন। যেকোনো বিষয়ে নতুন ধারণা, নাম জানতে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন।
চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি চ্যাটজিপিটি কি
খেজুর খাওয়ার উপকারিতা জানতে এখানে ক্লিক করুন।